_________
এ যুগের নব অবতার
হে মহান ভারত
জ্ঞান বিজ্ঞান আর ইতিহাস
জন জীবনের স্রোত ,
মানবতা আজও বেঁচে আছে
জোনাকি পোকার ন্যায়
নেতার দীপ্ত সুমধুর ভাষণে
আর টিভির পর্দায় ,
এখনো রোজ মানুষ মরে
বিচার দুয়ারে কাঁদে ,
অপরাধীদের আজ সুরক্ষিত জীবন
নিরিহ অসহায় ফাঁদে,
আজও ইতিহাস রচিত হয়
বন্ধ দুয়ারের মাঝে ,
সত্যের ঠাঁই কেবল লোককথায়
অলিখিত ইতিহাস বাজে |
0 Comments