আহমেদপুর (বীরভূম) ।
আহমদপুর ইয়ুথ ক্যায়ার নাট্যদলের ৩৫ তম জন্মবার্ষিকীতে আমোদপুর জয় দুর্গা উচ্চ বিদ্যালয়ের মঞ্চে ১৩,১৪ ও ১৭ ই নভেম্বর ২০১৯ এই তিন দিনব্যাপী এই সর্বপ্রথম ভারত বাংলাদেশ মৈত্রী নাট্যোৎসবের আয়োজন করেছিল।
নাট্যোৎসবের প্রথম দিন ইয়ুথ কেয়ার এর প্রযোজনা অশোক দাস নির্দেশিত সুকুমার রায়ের নাটক "অবাক জলপান" ও জয় দুর্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিনীত নাটক "ক্ষুদিরামের ফাঁসি"।
দ্বিতীয় দিন ১৪ই নভেম্বর প্রথম প্রদর্শন বোলপুরের বীরভূম আবৃত্তি একাডেমী প্রযোজিত ও নীহাররঞ্জন সেনগুপ্তের নির্দেশিত নাটক "ইস্কুল পরিদর্শন", দ্বিতীয় প্রদর্শন সিউড়ির বীরভূম পেরণা প্রযোজিত, জীবনকৃষ্ণ সরকার নাট্যরূপে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে নাট্যকার মৃণালজিৎ গোস্বামী নির্দেশিত নাটক "টহলদার" ও তৃতীয় প্রদর্শনে বাংলাদেশ থেকে আগত ঢাকার শব্দ নাট্য চর্চাকেন্দ্র প্রযোজিত , দেবাশিস ঘোষ নির্দেশিত রওশন জান্নাত রুশনীর নাটক "বীরাসনার বয়ান"।
১৭ ই নভেম্বর নাট্যোৎসবের শেষ রজনীতে প্রথম প্রদর্শন দিশারী সাংস্কৃতিক চক্র লাভপুর প্রযোজিত কাজল কৃষ্ণ দাস নির্দেশিত মনোজ মিত্রের নাটক তেঁতুল গাছ।
দ্বিতীয় প্রদর্শন সাঁইথিয়া ওয়েক আপ প্রযোজিত শ্রীকান্ত পন্ডিত নির্দেশিত নাটক বধ্যভূমি ও নাট্য উৎসবের শেষ প্রদর্শন ইফটা দমদম কলকাতার প্রযোজিত দেবাশীষ দত্ত নির্দেশিত নাটক "বুড়ো শালিক NOT OUT"।
এই উৎসবে নাট্যকার অতনু বর্মন ও অশোক দাসের প্রশিক্ষণ নাটকে যোগার ভূমিকা, অভিনয় ও আবৃত্তির সম্পর্ক এবং পোশাক ও রূপসজ্জা বিষয়ে নাট্যকর্মশালা।
ছাড়াও এই নাট্য উৎসবে যারা যারা সম্মাননা গ্রহণ করলেন নাট্যব্যক্তিত্ব ও সমাজসেবী, খোরশেদুল আলম, নীহার রঞ্জন সেনগুপ্ত, অভিষেক দত্ত, মহাদেব দত্ত, গোপাল চন্দ্র কুন্ড, অসিত বরণ দে।
0 Comments