ফারুক আহমেদ,




   ভালবাসা তোমার জন্য হৃদয়ে তাজা লালগোলাপ 

চিরন্তন সতেজ  তোমার জন্য বন্য হই, ধন্য হই। 


 এ বুকে আগুন জ্বলে জলুক এ চোখে অশ্রু ঝরে ঝরুক, 

বাংলা ভাষার জন্য তোমার জন্য স্বাধীনতার সুর ,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ পাঁজরে প্রেম ভালবাসা, 

কণ্ঠে বাজে গান-- সব তোমার জন্য এ বুকে অফুরন্ত প্রেম বাঁচার মতো বাঁচতে হাত রেখেছি তোমার হাতে। 

 মূল্যবান দীপ্তময় প্রাণের বাংলা ভাষা সে আমার ভালবাসা ,
মূল্যবান তারা তোমার জন্য বিস্তীর্ণ আকাশ দিগন্তব্যাপী খোলা মাঠ হাতে হাত রেখে   প্রাণের বাংলা ভাষাতেই জানাই  ভালবাসি তোমায় ।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব পেয়েছি তোমার জন্য শেখ মুজিব তোমার জন্য এ বুকে স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান মনে পড়ে। 

 প্রিয় দুখিনী বাংলা মা আমার তোমার প্রিয় বাংলা ভাষাপ্রেমী সুসন্তান  সালাম বরকত র‌ফিক জব্বার আরও কত দীপ্তময় প্রাণ হল বলিদান ,

বাংলা ভাষার জন্য শেখ মুজিবুর রহমান তোমার জন্য স্বাধীন সোনার বাংলাদেশ। 
 এ হৃদয়ে সাকাল সন্ধ্যা মৌসুমী বায়ু বয় মুল্যবান তারা পরীর মতো রাজকন্যা তোমাদের চোখে চোখ রাখলে পৃথিবীর সমস্ত সৌন্দর্য্য থমকে দাঁড়ায়। 

তোমাদের হাতে হাত রাখলে  পৃথিবীর সমস্ত শান্তি থমকে দাঁড়ায়।
 বাংলা ভাষায় গাই প্রেমের গান। 

 দূর আকাশ ভাঙা চাঁদ ফাগুনের আগুনে পোড়া হাত রেখেছি তোমার হাতে তাই এখন আর হাত পোড়ার ভয় পাই না। 

এসব পেয়েছি তোমার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 তাই এ বুকে আকাশ রাখা স্বাধীনতার সুর তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

 সালাম বরকত র‌ফিক জব্বার আরও কত দীপ্তময় প্রাণ  জ্যোতির্ময় তারা  বাংলার সোনার হলেন ইতিহাস স্বাধীন ভাবে বাঁচার জন্য,

   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিলেন স্বাধীন বাংলা গড়ার আমরা পেলাম নতুন দেশ সে যে সোনার বাংলাদেশ। 

 একুশে ফেব্রুয়ারি উনিশে মে  বাংলা ভাষায় আজও গেয়ে উঠি   প্রভাত ফেরি নতুন ভোরের গান। মুষ্টিবদ্ধ হাত শেখ মুজিবুর রহমানের আহ্বান...ভুলিনি।

আমার বাংলা মায়ের অনন্যা  তোমার মায়াবী চোখ ভুবন জয়ের হাসি-কান্নায় ভেজা চিবুক। 

স্বাধীনতার জন্য পিতা মাতার অফুরন্ত দান... বাংলা-ভাষা কবির ভাষা, আমার ভাষা,
 তোমার ভাষা, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার নেতা তোমার নেতা সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় ভাষা, বাংলা আমার মুখের ভাষা, বাংলা আমার মাটির ভাষা, বাংলা আমার প্রিয়ার ভাষা, বাংলা আমার প্রেম তানিয়ার মনের ভাষা,

 একদিন এই মাটিতেই হই যেন বিলীন। আকাশের দিকে তাকাই কালো ধোঁয়ায় ঢাকা আকাশ সূর্য দেখা যায় না। যেদিকে তাকাই শুধুই আধাঁর চোখ ফেরাই মাটির দিকে রক্তে লাল মায়ের বুক। 

আকাশের বুক চিরে  নতুন সূর্য উঠুক আর বজ্র-গর্ভ মেঘ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে ঝরঝরিয়ে বৃষ্টি নামুক রক্তের দাগ মুছে যাক মায়ের স্নেহময় বুক থেকে। 

 আমার বাংলা-ভাষার দেশ আমার দোয়েল-পাখির দেশ আমার সোনার বাংলা-দেশ।

 এপারে বাংলা ওপারে বাংলা একটাই স্বদেশ। এপার বাংলা ওপার বাংলা একটাই তো দেশ! তারের বেড়া ছিঁড়ে দাও আজ হোক একটাই স্বদেশ। 

পৃথিবী আমার স্বদেশ আমার পৃথিবী আমার দেশ।

 আমার আকাশ মূলবান তারার দেশ প্রিয় সোনার বাংলাদেশ। 

 এপার বাংলা ওপার বাংলা একটাই তো দেশ! তারের বেড়া ছিঁড়ে দাও আজ হোক একটাই স্বদেশ। 

 সে তো স্বপ্ন দেখেছিল সোনার বাংলাদেশ। 

শেখ মুজিবুর রহমান তোমাকে জানাই সালাম।