কম‌লে‌শের কলম, 

 *খেলনা বা খেলাধুলা আপনার শিশুকে শুধু বিনোদন বা ব্যাস্ত রাখতে সাহায্য করবে তাই নয়, বিনোদনের পাশাপাশি আপনার শিশুর সামাজিক দক্ষতা, 




মেধাবিকাশসহ আরো নানান ধরণের বুদ্ধি বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। 

অত্যান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দক্ষতা যা ব্লক, গাড়ি, বাবল, ডল, বক্স বা অন্নান্য খেলাধুলার মাধ্যমে আপনার বাচ্চা খুব সহজেই অর্জন করে ফেলবে-*  

*🌑বুদ্ধিমত্তা:* *খেলা বা খেলনার সাথে সময় কাটানোর মাধ্যমে আপনার শিশু তার বুদ্ধি-বিকাশের অনেক মৌলিক ধারণা পেতে থাকবে। 

যেমন ধরুন, আপনার বাচ্চা একটি ট্রেন সেট নিয়ে খেলছে- এসময় সে শুধু ট্রেন সম্পর্কে জ্ঞানলাভ করবে তা কিন্তু নয়, সাথে সাথে তার চিন্তাশক্তিরও বিকাশলাভ হবে, 

যেমন ট্রেনটির চাকা কেমন করে ঘুরছে, ইঞ্জিনের ভেতরে ঠিক কি ঘটছে ইত্যাদি ইত্যাদি। 

আপনার বাচ্চাটি বেশি পন্ডিত হলেতো দেখবেন ট্রেনটির ইঞ্জিন খুলে ইঞ্জিনিয়ারিং শুরু করে দিবে আর এভাবেই আপনাআপনিই আপনার শিশুর বুদ্ধির বিকাশ ঘটবে।



* *🌑আপনি যেটা করবেন:* *ভিডিও গেম অথবা টেলিভিশন সেট বন্ধ করে অন্যান্য খেলনা যেমন গাড়ি, ডল, ব্লক, বল ইত্যাদি খেলতে দেবেন।

* *🌑মনোযোগ, চেতনা ও স্মৃতিশক্তি:* *

খেলাধুলাই একমাত্র প্রাকৃতিক ও আনন্দদায়ক মাধ্যম যার দ্বারা আপনার বাচ্চা আপনা আপনিই এই দক্ষতাগুলো(মনোযোগ, চেতনা ও স্মৃতিশক্তি) অর্জন করে ফেলবে। 

আপনি খেয়াল করলে দেখে থাকবেন যে, যখন আপনার বাচ্চা খেলতে থাকবে আপনি ওকে ডাকলে খুব সহজে সে সাড়া নাও দিতে পারে, এর কারণ আর কিছু নয় মনোযোগের ডেভেলপমেন্ট যা আপনার বাচ্চাকে ভবিষ্যতে তার ক্লাস এক্সাম, ক্লাসে শিক্ষকদের লেকচার মনোযোগ দিয়ে শুনতে প্রস্তুত করবে।

* *🌑আপনি যেটা করবেন:* *আপনার শ‌িশু যখন ব্লক নিয়ে খেলতে ব্যাস্ত, আপনি তাকে অযথা ডাকাডাকি করে তার মনোযোগ বিনষ্ট করবেন না। মনে রাখবেন সে এখন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে ব্যস্ত।

* *🌑গাণিতিক ধারণার বিকাশ:

* *আপনার শিশু যখন ট্রেন, পাজল(Puzzle) বা অনান্য খেলনা নিয়ে খেলবে, তখন সে সরাসরি গণিত নিয়েই খেলবে। যেন সে কোনো কিছু বুঝে ওঠার আগেই গণিতের প্রাথমিক জ্ঞান যেমন গণনা, যোগ, বিয়োগ ইত্যাদি তার মগজে পৌঁছে যাবে।

* *🌑আপনি যা করবেন:* *

বাচ্চাকে বেশি বেশি ব্লক দিয়ে খেলতে দিন। এক থেকে তিন বছরের শিশুরা জানে ব্লক খেলনার একটি লেগোর উপরে আরেকটি রাখলে মোট দুইটা লেগো হবে। সে এটাও বুঝতে পারবে যে, আপনার কাছে যদি ৫ টা লোগো থাকে আর তার কাছে যদি ৩ টা লোগো থাকে তাহলে আপনার কাছে তার থেকে বেশি সংখ্যক লোগো থাকবে সে কিন্তু গণিতের ‘গ’ ও জানে না। 
সুতরাং আপনাকে কিন্ডারগার্ডেন পর্যন্ত অপেক্ষা করতে হবে না, খেলতে খেলতেই আপনার সোনামনি যোগ, বিয়োগ, তুলনা ইত্যাদি শিখে যাবে।

* *🌑শারীরিক বিকাশ:* *

আপনার বাচ্চার হাত-পায়ের আঙুলের পেশী বা চোখের পেশির মতো ছোট ছোট পেশী ছাড়াও বড় বড় পেশী যেমন হাত-পা বা শরীরের অনান্য বড় পেশীর মুভমেন্ট বা সক্রিয়তা আনয়নে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চার বয়স ৩-৫ এর মধ্যে হলে হাত-পায়ের আঙুলের মুভমেন্ট হয় এমন খেলনা এবং হাত-পা সেইসাথে বডির অন্নান্য অঙ্গের মুভমেন্ট হয় যেমন দৌড়োনো, সাঁতরানো, হাঁটা ইত্যাদি করতে দিবেন তার সুস্থ স্বাভাবিক শারীরিক গঠনের জন্য*।

 *🌑আপনি যা করবেন:* *আপনার বাচ্চাকে বল খেলতে উৎসাহিত করুন। মাঝে মধ্যে সমুদ্রের বিচ-এ ঘুরতে গিয়ে আপনার বাচ্চাকে সাবধানতার সাথে বালির উপরে হামাগুড়ি দিতে ছেড়ে দিন।* *

🌑সামাজিক দক্ষতা:* *পরস্পর মেলামেশা, সহযোগিতা, সহমর্মিতা, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা- এসব সামাজিক দক্ষতাও আপনার শিশু খেলার মাধ্যমেই অর্জন করবে।

* *🌑আপনি যেটা করবেন:* *যতটা পারবেন আপনার শিশুকে খেলার মাঠ বা পার্কে নিয়ে বা আপনার সুবিধা মতো যেকোনোভাবে অন্যান্য শিশুদের সাথে খেলতে দেবেন, মিশতে দেবেন।* 💐

🌺🌺☘🌲🌲🌸🍀🏵🍁🍃🍃🌴🌺☘🍀🍁☘