তাহির উল ইসলাম ,



পতন যে তোমার ঘটবেই এ পৃথিবী স্থির থাকবার নয়। 

কত নতুন সৃষ্টি ভুলাবে তোমায় প্রাত কালের প্রথা। 

তখন উন্মত্ত মনটি যথা, ক্ষয়ে যাবে প্রাচীন কথা। 


তাই বলে কি হিংসে তোমার মনুষত্বের পাতায় পাতায়? 

 যে প্রজা মনের কাম্য হেরে, দিলের আসন ছেড়ে, 

ত্যাগের ব্র্যতে বসে, শাপছে শুধু আত্মা খানি নেড়ে। 

ভেবে দেখেছো কি তাদের শপথ তোমার উর্ধে প্রাণপণে আর কথা বলে আবেগের মাত্রা ছেড়ে? বোধ কি তোমার হারিয়েছে? 

 তবে সর্বাধিক ত্যাগে পথিক এর সাজে বেসে সব চেষ্টার শেষে দেখো তো একটু হেসে । 

তাদের নিয়ে খেলার ছলে দুর্নীতি পরিহাস?

 প্রাচীন এর মতো মেয়াদ তোমার ফুরিয়েছে। তোমার কোন শহরে বাস, ভাবের সর্বনাশ। 

মানুষ তোমায় হিংসা করে, গরুই তোমার শ্বাস। অথচ মানব কুলের সঙ্গ ছাড়া, উঠবে তুমি নিঃস্ব হয়ে, মানব অধিকার তখন জ্যান্ত লাশ।

 ডুবে যাবে লাঞ্ছনার তরী। সেদিন বুঝবে তুমি তোমার মতো শত, আরো কত যত,হেরেছিল চিরও কালো ছয়ার মতো। 

তখন ভেবে দেখো তো টের পাবে কি কোন হাল টা ধরি?