ধনী তুমি আছো সুখে সমাজের উপর শ্রেণীতে,
গরিব,বলে লাঞ্চিত হয়ে আছে সমাজের অলি-গলিতে।
খাবার টেবিলে নষ্ট করে ধনী উপযুক্ত আহার,
খিদার জ্বালায় খুঁজছে গরিব ডাস্টবিনেতে খাবার।
জীবন কাটছে ধনীর মস্ত অট্টালিকার কোলে,
কঠোর পরিশ্রম করছে গরিব সাধের ঘর বানাবে বলে।
নিত্য নতুন বস্ত্র পরিধানে চড়ছে ধনী দামি গাড়িতে,
ছেড়া কাপড়েই খুশি গরিব রয়েছে ভাঙা বাড়িতে।
0 Comments