মনে পড়ে ভোরবেলা সেই হার কাপানো কুয়াশা মেখে পড়তে যাওয়ার দিন গুলো মনে পড়ে পকেটের ভেতরে হাত রেখে উত্তাপ অনুভব করা কিংবা কথা বলতে গিয়ে মুখ থেকে ধোঁয়া ববেরনোর বিস্ময়!!
আচ্ছা দুর থেকে ভেসে আসা খেজুর রস,কিংবা নলেন গুরের পায়েস এখনো বাঙালি ভালোবাসা নাকি ক্রিসমাসের কেক পেস্ট্রি তেই মন মজলো শহরবাসীর??
এখনো ব্যস্ততা ভুলে দুপুরের সেই চড়ুইভাতি করার সময় হয় নাকি ট্রাভেল এজেন্সির চক্করে সবটাই হারাতে বসেছে আজ???
সান্তা ক্লজ এর টুপি পরে বেশ তো পাশ্চাত্য আদব কায়দা
মেনে newyeaer,বড়দিন যাপনে কলকাতা যাওয়া হয়
মনে আছে তো নবান্ন,ইতুপুজো এই ঋতুর ই পার্বণ???
লেখা টা পড়ে হয় তো কেউ কেউ একটু বিচলিত তথা বিরক্তি বোধ করবেন
মনে হতেও পারে যে বঙ্গের সাধারণ অতি সাধারণ বিষয় এর সাথে সহুরে আলোকোজ্জ্বল রীতি রেওয়াজের তুলনা কি চলে
তবে তাদের উদ্দেশ্যে বলা যে আমাদের সংস্কৃতি আমাদের সম্পদ,
যা বর্তমানে অবলুপ্ত ,ভগ্নপ্রায়
একে রক্ষার্থে সচেষ্ট হওয়া আমাদের ই কাজ
একটু মূল্যবান। সময় বার করে বাঙালিয়ানা দেখলে ক্ষতি তো নেই??
অলসতা,খাদ্যরসিক,বিলাসিতা আমাদের রক্তে হলেও ঐতিহ্য বাহী জাতি বাঙালি বুঝিয়ে দেওয়া দরকার
যাতে কখনো কেউ না বলতে পারে
*
"হায় বাঙালি হায় তুই* *
আর বাঙালি নাই*
*তোর চলন বলন কথার ধরন নিজের মতন নাই*"
0 Comments