নতুন বর্ষের নতুন চমক বোধহয় মোরা হয়েছে নীরব দর্শক | 

 ফুটবল ক্রিকেট দেশের হয়ে গলা ফাটাতে ভুলেই গেছি বনেছি ছিন্ন পত্রক |

 অকালে ঝরে গেছে সব ছিন্ন পত্রের মতো আশা-আকাঙ্ক্ষা ও ফল ফুল |

 বেঁচে থাকার জন্য লড়াই এতে উঠে গেছে আজ সমস্ত মাথার চুল | 

 নতুন বর্ষের নতুন উপহার এই বুঝি জানবার অনাগ্রহ জানার | 

 ঘুটে পোড়ে গোবর হাসে কি অদ্ভুত হায়রে বাঁচাতে পারবো তো মোদের পরিবার ?|