কবিতা, 

 আজ কান্না আসেনা চোখে
 নয়ন যেন মৃত সাগর | 

কেবল রক্ত আর রক্ত দেখে
 নিষ্পলক চোখ আটকে গেছে 

সেই অসহায় মলিন মুখে | 

আমি শুনতে পাচ্ছি তাদের ক্রন্দন
 প্রেমের স্বর্গরাজ্য আজ মরুভূমি 

জ্ঞানের রাজ্য যেন

 কলিঙ্গের প্রান্তর দয়াহীন

 প্রত্যেকটা দিন আজ দুঃস্বপ্ন

 অজানা এক ভয়ঙ্কর পথ 

জাতির সামনে আমি দেখি

 আইনের শবদেহ কাঁধে 

আইনের রক্ষক চলেছে শ্মশানে |