মাননীয়/মাননীয়া,
সংবাদপত্র/সংবাদমাধ্যম/সংবাদ প্রতিনিধি।।
মহাশয়/মহাশয়া,
মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই প্রথম ভারত সরকারের "সংস্কৃতি মন্ত্রক" এর সহযোগিতায় বহরমপুরের 'CULTURAL AND MULTI EDUCATION LINK IN ACTION (CAMELIA)' সংস্থার উদ্যোগে "ভাগীরথী সংস্কৃতি উৎসব (BHAGIRATHI CULTURAL FESTIVAL)" আয়োজিত হতে চলেছে। 
প্রথম পর্ব আগামী 17 মার্চ, ২০২০ তারিখ অনুষ্ঠিত হবে বহরমপুর রবীন্দ্রসদনে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সম্ভাব্য আগামী এপ্রিল‌/মে মাস ২০২০ নাগাদ। উক্ত দিন সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত আগ্রহীদের জন্য ভারত সরকারের "সংগীত নাটক অ্যাকাডেমী"র সহযোগিতায় মূকাভিনয় ও নাটক কর্মশালা অনুষ্ঠিত হবে। তারপর বিকাল ৫ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা মূকাভিনয়, নাটক, পুতুল নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন লোকসংস্কৃতি অনুষ্ঠান হবে।



  প্রতি বছরই এই "ভাগীরথী সংস্কৃতি উৎসব" অনুষ্ঠিত হবে এবং মুর্শিদাবাদ জেলার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এমনকি ভারতবর্ষ ও ভারতবর্ষের বাইরের দেশের নাটক, মূকাভিনয়,পাপেট, আবৃত্তি, নাচ, গান, লোকসংস্কৃতি ইত্যাদি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি নিয়ে এই "ভাগীরথী সংস্কৃতি উৎসব (BHAGIRATHI CULTURAL FESTIVAL)" অনুষ্ঠিত হবে। 
আমরা CAMELIA সংস্থা সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক SUPPORT আশা করছি। দয়া করে এই সংবাদ টি প্রকাশ করলে বাধিত হবো।
নমস্কার।
বিনীত--
সুজিত কুমার দাস।
ডিরেক্টর, CAMELIA, বহরমপুর, মুর্শিদাবাদ।
(জি বাংলা দাদাগিরি খ্যাত মূকাভিনয় শিল্পী ও মহামান্য রাজ্যপাল মহোদয় কর্তৃক স্বর্ণপদক পুরস্কার/কোলকাতা রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব কর্তৃক পুরস্কার প্রাপ্ত সমাজসেবী, শিল্পী, সৃজনশীল লেখক, সংগঠক ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিশু আদালতের বিচারক)।
মোবাইল ও হোয়াটসঅ্যাপ নং: 9434254674 ইমেল: skdculture@gmail.com।


 
## বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এর কাছ থেকে আমরা বিজ্ঞাপন (Advertisement) ও অনুদান (DONATION) চাইছি। যাঁরা সহযোগিতা করবেন তাঁদের নাম অবশ্যই  "ভাগীরথী উৎসব" এর অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ও হ্যান্ডবিলে ছাপানো হবে। এছাড়া মাইক প্রচারে ও অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ঘোষণা করা হবে। এছাড়া "ভাগীরথী সংস্কৃতি উৎসব" এর গেট, ব্যানার, হোর্ডিং, ফেস্টুন, লিফলেট, হ্যান্ডবিল, আমন্ত্রণপত্র লোকাল টেলিভিশন প্রচার, মাইক প্রচার ইত্যাদিতে বিজ্ঞাপন দিয়ে  সহযোগিতা করুন।