রুদ্ধ যেনো শ্বাস, রুদ্ধ এই স্পন্দন। 
ইঙ্গিতে ইশারে বাজে প্রতীক এর সাজে 
প্রেমিকের ছলনা বলা নিভৃত ক্রন্দন। 
 দূরের সেই স্পন্দন শুনি আহ:রে! বাহ:রে! 
খানিক টা স্পষ্ট তবুও ক্ষীণ বারে বারে
স্মরণে তল্লাসে 
প্রেমিকের আভা ভাসে। 
যথেষ্ট কঠিন আবার ছিনিয়ে নিতে তারে। 
 অধুনা নিমজ্জিত প্রকটে এই জন
সঙ্গীত এখন সঙ্গী তার জগৎ টাই ঢং। 
তৃপ্তি নিমেষে যেথা গানের গন্ধ মিশে
এটাই বিশ্ব তার বাস্তব যখন রণ। 
 যতবার ভাঙতে চেয়েছি অতীত হায়! 
একবার হলেও সত্য কি মানতে চায় ?
 বাস্তব যখন স্বপ্ন এবং স্বপ্ন কে বাস্তব মেনেছি
অন্তিম তখন ভূমিকা আবার অতীতের শব্দ শুনেছি।
 


0 Comments