দুই পার্টি সমান -সমান __
তাল ঠুকতেপারে ।
দুটো দলই ভোগে ____
"বাইপোলার ডিজঅর্ডারে ।"
এ -দল যখন দাদরা তালে 
নাচ -জোড়ে" রাইবেঁশে "।
ওদের তখন " তুর্কি নাচন " 
"কার্ফা" তালে মেশে ।
এরা যখন নিজের দলের
 রঙের ভারি ভক্ত‌___
 ওরা তখন ওদের দলের
রঙের অনুরক্ত ।
এদের রঙ-কে দেখলে ওরা 
বলে "ছিঃ! ছিঃ !ফুঃ!"
এরা তখন ওদের রঙ- কে
 বলে "ওয়াক্ থু্ঃ"! 
দুই দলেরই অফিস -ঘরে
 আছে লাঠি- ঠ্যাঙা ।
দুই দলের-ই ছেলে -ছোকরা 
 "নিকম্মা" আর "রেঙা" ।
ওরা যখন দলের মঞ্চে 
"দেবতা"ধরে আনে ___
এরা তখন রে__রে __করে
ধরতে যায় কানে ।
ওরা  তখন অফিস থেকে 
দেখায় বেম্বু -ডান্ডা___
এরা তখন এদিক থেকে
 ছোঁড়ে পচা আন্ডা !
ওদের দলের নেতা যখন 
 হুঙ্কার ছাড়ছেন  __
এদের নেতাও গলা ছাড়ছেন
যতটা পারছেন ।
 দল-পাল্টে লেখাচ্ছে নাম ?
মন্ত্রী -হবার "অফার " ?
এরা তখন বলছে তাকে __
 "গদ্দার " আর "লোফার"!
ঐ-দল যখন "আসন" জিতে
আবীর মাখছে মুখে ____
এরা বলছে "টাকার খেলা ";
সজোরে বুক ঠুকে !
আবার যখন ওরা হেরে __
খিল- মারছে ঘরে ।----
এই-দল তখন বগল -বাজায় 
"পুয়াক্" -পুয়াক্ "ক`রে !!
           ।।  সমাপ্ত ।।