বন্দীর দশায়____
ঘরে বসে কেটে যায় ,__
সারা- সারা -রাত ,
সারা- সারা -দিন ___
'লকডাউন','কারাঁটিন'!
_________________
আজ তবে সভ্যতার -----
সব দর্প -অহংকার ;
ভেঙে গেল দুদ্দাড়!
এতটা সহজেই ____
হলো হার?
উদ্ধত পদধ্বনি ,
গৃহ-বন্দী হয়ে গেল ___
'ছিটকিনি'-
লাগালো দুয়ার?
_________________
এর নাম 'কারাঁটিন'?
' জীবাণুর' বেশে 'প্রকৃতির'__
শাসনের 'কালো দিন'?
___________________
রাজপথ- ধ'রে তার হাঁটা••••
খুলে রেখে' দেখি জানলাটা।
দেখি তার টুকটুকে
'লাল- চোখ' আর___
খিল আঁটাই আবার !
_________________
আকাশের নীল ,
বাতাসের চলা;
মাটি -গাছপালা__
ঘাস- পাখি -বন ;
ওরা -তো নিজেরা করে
করমর্দন!
________________
অথচ আজ__
চলনে-বলনে ;
আর পদস্খলনে____
আমরাই শুধু ,
তেমনটা নেই আর!
তাই আমাদের ঘর___
আমাদেরই 'কারাগার'!
মনে পড়ে____
বন্দী -শাহ্জাহান,
দেখতেন তাঁর ____
মমতাজের সৌধ,
বাতায়ন খুলে'
লালকেল্লার !
'প্রকৃতি' হল নাকি___
' আরঙ্গজেব' আবার?
________________
দূরে চলো যাই ।
এই সভ্যতার___
থেকে আরো দূরে!
সুমেরীয়, মিশরীয়;
চীনে কিংবা ____
' মায়া'- সভ্যতায় !
অথবা 'মহেঞ্জোদাড়ো'-
'হরপ্পার' ধ্বংসে দাঁড়াই!
ভাবো- তো !
আমাদের মতোই- কি
প্রকৃতি - বিরুদ্ধ ছিল
ওখানকার লোক?
তাই ,এভাবেই____
কামড়ে ধ'রে ছিল ;
সেই সভ্যতার ঘাড় ___
এই 'কোভিড- নাইন্টিন'?
ভয় হয়____
এগিয়ে আসছে নাতো,
আরো একবার,___
আমাদের দিকে,____
মহাপ্রলয়ের ___
নিঃশ্বাসের দিন?
।।সমাপ্ত।।
0 Comments