তুই , কোন ধরনের চণ্ডাল?
জ্যান্ত -মানুষ পোড়াবি---
পোড়াবি আবার প্রকাশ্য রাস্তায়?
দাগী হলে ওকে ফাঁসি দে---
মড়া হলে পোড়া শ্মাশানে!
কিন্তু এমন নিষ্পাপ দিবালোকে
লোকটা কেমন ছট্ ফট্ করে কাৎরায়--
কী-করে আগুনে কাবাব বানাবি ওকে?
প্রকাশ্যে রাজপথে?
তুই, কোন প্রজাতির চণ্ডাল?
শিশু পাঠ্যে শেখানো হয়---
আগুন নিয়ে খেলতে নেই।
অথচ পুরাণে দেখানো হয়--
উস্কানি দিয়ে আগুন কেই
আগুন লেগেছে হুনুমানের লেজে।
লঙকা হয়েছে অবশেষে ছাই
উল্টো ফলের তেজে!
তুই -কি পোড়াবি দেশটাকে?
পরের কপাল পোড়াতে -পোড়াতে
তোর কপালের কী হবে হাল?
রাবনের চিতা দেখেছিস দুর্মতি?
সেই চিতা থেকে অগুন্তি হাত উঠে---
তোকে নিয়ে যেতে খুব শিগগির আসবে
জেনে রাখ সেই তোর ঠিকানার নাম---
অবর্ণনীয়, অনি:শেষ
''ঠিকানা জাহান্নাম''!
''সমাপ্ত''
0 Comments