(১)
আমাদের জীবনটা ---------
গোলাপের গাছ।
কাঁটা দিয়ে আগাগোড়া ----
গোটাটাই তার মোড়া!
তবু তাতে ফুল ফোটে ,
আর বলেঃ "খুশি নিয়ে,
হাসি নিয়ে বাঁচ ! "
(২)
এ জীবন আমাদের
'পুতুলের নাচ!'
নিয়তি ইচ্ছে ক'রে ,
সুতোটা রেখেছে ধ'রে ;-----
আমরা " বঁড়শি -গেলা
পুকুরের মাছ ! "
।। সমাপ্ত ।।
0 Comments