অমিত জানা (হাওড়া)
মোবাইল নম্বর 9051079759
আসছে ধেয়ে সে তবে , কোথায় আছে কেউ জানে না...
মন থেকে মন তুলে রাখ , তার ভয় আর করবো না ...
সবাইকে যুদ্ধ করতে হবে, করোনাকে হারাতে বল ...
আমরা ওরা ভুলে এবার তোরা ভেদাভেদটা ভোল...!
সারা বিশ্ব আজ কাঁপছে, তবুও মানুষ লড়াই করছে !
কত মানুষ আমাদের থেকে, কেমন দূরে সরছে !
এই সময় এপাড়া ওপাড়া আর বলবোনা বল..
যুদ্ধ ছেড়ে এবার তোরা ভেদাভেদটা ভোল !
আজ এই বিপদ কোথায় লুকিয়ে আছে , কেউ জানে না সেটা ...
এক আকাশ ডাকছে আমায়, বলবো না তোমায় সে কথা ..
সব ছেড়ে এবার লড়াই করার কথা বল।
রেষারেষি ছেড়ে এবার তোরা ভেদাভেদটা ভোল...!
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ডাক্তার, নার্স ,পুলিশ কত লোক..
তাঁদের যেন অস্পৃশ্য না করা হোক !
সব যুদ্ধে মানুষ জেতে , এবারও তবে জিতবো চল ...
সব ভুলে গিয়ে এবার তোরা ভেদাভেদটা ভোল !
সব দেশের রাজা এখন এক হয়ে গিয়েছে
সব ধর্ম এখন মিলে মিশে গিয়েছে ।
আমরা তবে এবার এক হয়ি চল ।
0 Comments