'এক -কুকুরের ভাত', আরেক কুকুর__
দেখতে পারেনা তাই, তেড়ে' যায় রাগে!
কারণ___
'লুণ্ঠন- প্রবৃত্তি' জাগে!
এই 'প্রবৃত্তি'তে,'বিকৃতকামযুবক,'
যুবতীর 'সর্বস্ব'-কে  ভূলুণ্ঠিত করে!
___________________
ইতিহাসে দেখি__
'এক- দেশ' থেকে অন্য -দেশের সীমানা ডিঙিয়ে, পাহাড় -নদী মরু- প্রান্তর,
পেরিয়ে এসেছে সব লুণ্ঠক- শকুনি,
এসেছে নাদির- শাহ , মামুদ -তৈমুর!
ইংরাজ,'সওদা'-করতে এসেছিলো বটে, কিন্তু,শেষে 'সাম্রাজ্যের' ঘাড়ে দিল থাবা!
___________________________
তখন-ও 'মহামতি' হ'ন-নি অশোক,
কলিঙ্গের রক্ত- চুষে' হয়েছেন জোঁক!
ঘুম -ভেঙে' একদিন__
দেখলেন লেখা আছে, সে- রক্তের দাগে, সুস্পষ্ট- অক্ষরে__
'লুণ্ঠন- প্রবৃত্তি' জাগে'!
_____________________
একদিন জল-দস্যু -'মগ -হার্মাদেরা', 'লুণ্ঠনের- চূড়া'- ছুঁয়ে, 'ছিলো- বিশ্বসেরা,'
এক-সময়ের 'সাদা- চামড়ার লোক',
আফ্রিকা-কে দেখিয়েছে 'রক্তলালচোখ'!
কোনো একদিন___
'প্যাট্রিসিয়ান'-রা গোটা 'রোম'- দেশটাতে
'দাস'-দের পিঠে দাগ দিতো বেত্রাঘাতে!
_______________________
এইভাবে ____
'লুণ্ঠনে'র পিপাসা-ই এই পৃথিবীকে,
 এনে দিলো 'দুই- বিশ্বযুদ্ধ' দিকে- দিকে!
________________________
এখন-ও দেখি এই 'প্রবৃত্তির দাস',
ঘোরাফেরা করে রোজ শোষণে -শাসনে,
ধর্মীয় দাঙ্গায়, রাজনৈতিক মঞ্চের
'ডায়াসে', 'নেতা'র অনৈতিকআস্ফালনে;
দোকানদারের দাঁড়িপাল্লার ওজনে,
'রেশন-ডিলার'দেরগুপ্ত-ষড়যন্ত্রে,
সাংবাদিকের কলমে, পরীক্ষার হলে
'গণ-টোকাটুকি'করবারকামনায়;
নায়কের প্রতি নায়কের,কিংবা,নায়িকার
প্রতি নায়িকার,আর, শিল্পীর ওপরে
শিল্পীর হিংসায়, দেখি,শিক্ষকের প্রতি শিক্ষকের বিতৃষ্ণায়!
____________________
'লুঠেরা- প্রবৃত্তি' ভারি বল -শালী হয়
উকিলের সেরেস্তা-য়,ডাক্তারি -চেম্বারে,
মহাজন- ব্যবসায়ী-শিল্পপতিদের
আপাত -কল্যাণকর- পরিকল্পনায়।
'লুঠেরা- ইচ্ছে'টি চাষীদের উৎপাদিত
শস্য কিনে, বড় -বড় দালান বানায়!
'লুঠেরা -ইচ্ছে'টি দেশ থেকে টাকা নিয়ে
'সুইস -ব্যাংকের' পথে নির্বিঘ্নেই ভাগে
তার কারন কী জানো?
'লুন্ঠন -প্রবৃত্তি' জাগে!
___________________
'একদল' বেকারত্বে 'জরাজীর্ণ -প্রায়' 'একদল -চাষী' বিষপানে বাধ্য হয়!
এমন আঁধার- ঘেরা সংকট -সময়_
'মুষ্টিমেয় -বড়লোক', 'লক্ষ্মী-বর' মাগে!
একটাই কারণ ___
'লুণ্ঠন -প্রবৃত্তি' জাগে!
       ।।সমাপ্ত।।