নিজস্ব সংবাদাতা, কলকাতা :


রিলিজ হল তুষার কুমারের লেখা ও অভিনয় "দুঃস্থ শিল্পী"
এই শর্ট ফিল্ম। অভিনয় করেছেন চিৎপুর যাত্রা জগতের অভিনেতা রোমিও চৌধুরী, সায়ন  চক্রবর্তী, ইন্দ্রদেব ভট্টাচার্য, দেবারতি চ্যাটার্জী, মাধবী দেবনাথ, প্রিয়াঙ্কা চট্টরাজ, মিঠু মণ্ডল প্রমুখ।

তুষার কুমারের ভাবনা আশা রাখি দর্শকদের মন ছুঁয়ে যাবে বললেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ। 

পুরো ইউনিটকে সাহায্য করেছেন জোনা মিউজিক ইউটিউব চ্যানেল প্রো: প্রদীপ মাহাতো। 

তুষারবাবু বলেছেন, এই লকডাউনে সমগ্র বাংলার দুঃস্থ শিল্পীদের নিয়ে লেখা।
তিনি আরও বলেছেন তাঁর এই সাফল্যের পেছনে তার বাবা মা এবং তার কাছের দাদা ইসমাইল মল্লিক ও কমল কৃষ্ণ কুইলারের অবদান অফুরন্ত। এরা দিনের পর দিন উৎসাহ দিয়ে গেছেন।

এরই মাঝে একটা গল্প রিলিজ হতে না হতেই লকডাউনে বিদেশে থাকা দুই বন্ধুর সম্প্রীতির গল্প লেখা শুরু করে দিয়েছেন তুষারবাবু।

 নাম দিয়েছেন "লকডাউন এর ফাঁসে"।