নাতি ------
"পুতুলের ভাষা
'বুনি'বোঝে ব'লে,
দোল্ দেয় কোলে নিয়ে ।
এ-খবর তুমি,
পেয়েছো -কি, দাদু !
'আজ পুতুলের বিয়ে'?
দাদু -----
"এই বুড়ো- হাড়ে 
দুর্বল -ঘাড়ে--
সংসার-ভার বই!
কবে চ'লে গেছে ,
শিশু-বেলা, ভাই !
সেই 'কান' আর কই?"
নাতি -----
"দেখো, ফুলে -ফুলে,
হেলে' দুলে'- দুলে'---
প্রজাপতি করে নাচ!
চলো, দুইজনে,
খেলি জুঁই-বনে ,
চোখ ঠারে ফুল -গাছ" !
দাদু---
"ঠিক্-ঠিক্, দাদু!
ইচ্ছে-তো হয়--
ধেই-ধেই ক'রে নাচি!
ভয় একটা'ই 
হাড় ভাঙে যদি ,
মরলে বরং বাঁচি!"
নাতি ----
"দেখো, ব্যাট -হাতে 
ওই মাঠ-টাতে ,
কতো ছেলে হলো জড়ো।
আমার 'বোলিং'
তোমার 'ব্যাটিং',
চলো, তাড়াতাড়ি করো!"
দাদু ----
"রেশন তুলতে
যেতে হবে, দাদু!
দিদিমা আনছে থলি।
ভেঙে কাজ নাই,
দুশো-ছয় খানা 
হাড়, বাই -বাই, চলি!"
   ।।সমাপ্ত।।