(১)
কর্তব্যে অটল সূর্য,
দূর- থেকে মনে হয় 'ছোট'।
নিষ্ঠায় -চেষ্টায়, হে মানুষ!
তুমিও 'সূর্য' হয়ে ওঠো !
       (২)
'পোশাক' এতটা 'খাটো'?
'বেহায়া' করেছো নিজ- 'কায়া'?
নারী!
ভুলে গেছো? তোমরা- যে__
আমাদের 'মা -ভগিনী- জায়া'!
          (৩)
যারা____
'ধর্ম'-কে বড় ক'রতে,
মানুষের দিকে বাঁকাও 'ভুরু'!
তোমরা- কি ক'রতে চাও__
 পিছনের দিকে হাঁটা শুরু?
         (৪)
'বীজ' -থেকে 'গাছ'___
'গাছ'- থেকে 'ফুল'।
 অবশেষে 'মালা',
 কন্ঠে দোদুল ।
       (৫)
মরুভূমি কেঁদে বলেঃ
'মেঘ', দাও জল !
ইচ্ছে করে বুকে ধরি__
'ফুল' আর 'ফল'!
       (৬)
যেদিন শুকোয় লতা,
বে-দরদি __
বোঝেনা কী- ক্ষতি!
সে-দিন __
সমব্যথী 'মাটি- হাওয়া _
ভ্রমর -প্রজাপতি' !
        (৭)
মেঘে থাকে পাশাপাশি__
'আগুন' ও 'জল'।
সবুজ -বনেই থাকে __
'মহা -দাবানল'!
         (৮)
'উচাটন -মন',
কত -রূপ ধরে!
কখনো -সে 'যোগী',
কখনো- বা 'ভোগী',
সে-ই আবার 'রোগী'___
প্রেমে বাঁধা পড়ে !
'বহুরূপী -মন'__
কত -রূপ ধরে!
       (৯)
গুরু যদি 'ঝুট' বলে,
শিষ্য বলে 'ঠিক'!
গুরু-শিষ্য দু'জন-কে,
'ধিক! শত ধিক !'
         (১০)
যদি করো 'মনুষ্যত্ব- নাশ'! 
হবেনা তোমার হাতে,
'ধর্মের বিকাশ'!
        (১১)
'মৌচাক' থেকে 'মৌ-বন',
সারাদিন 'শ্রমিক- মাছি'র__
চলছে মিছিল।
তুই -কি ওদের কাছে,
'চরৈবেতি -মন্ত্র' শিখছিস?
ও-বাবা !
চোখ -দুটো করেছিস 'লাল' !
দুই -হাতে ধ'রেছিস 'ঢিল'!
           ।।সমাপ্ত।।