আমি প্রহর গুনি 
কোন বাউলের এড়ো বাঁশির উদাসী টানে 
আমি প্রহর গুনি।
দিন চলে যায়  রাত্রি আসে 
আবার ভোরের আলোয় দিগন্ত ফোঁটে 
আমার প্রিয়জনের তরে এমনি করে
কি সুখ পাও আমি জানি না 
নিজেরে আড়ালে রেখে নিরুত্তাপে
শুধু জানি তুমি এসেছো 
সবটুকু মনজুড়ে 
আমার বেলায় এত দেরী করে 
কোথায় ছিলে এতদিনে 
নতুবা আঁধুরায় থেকে যেত
জীবনের কত কিছু জানা অজানায়
নতুন করে।
তাইতো ভালোলাগার সুর বাজে
আমার হাজার টান-পোড়েনের মাঝে। 
   ফোন 9153898424