সূর্য যদি 'আলো' দিতে পারে,
মাটি দেয় 'গাছ' !
গাছ যদি 'মেঘ' দিতে পারে,
ময়ূরেরা 'নাচ' !
মেঘ যদি বৃষ্টি- ঢেলে- ঢেলে ,
দিতে পারে 'ফুল' !
ফুল, 'ডাক'- দিতে পারে ব'লে,
ভ্রমর আকুল!
নদী যদি 'ঢেউ'- দিতে পারে,
ঢেউ দেয় 'বুক'।
সেই ঢেউয়ে ভেসে- ভেসে খেয়া,
দিতে পারে সুখ!
তাই মাঝি দু'-হাতে ছড়ায়,
ভাটিয়ালি গান।
সেই -গান মধু- দিয়ে ভরে,
আমাদের প্রাণ !
____________________
ধুপকাঠি যদি দিতে পারে,
'গন্ধ', বুক -থেকে।
দক্ষিণ -হাওয়া ফুলে- ফুলে,
বন দেয় ঢেকে'।
'কুহু -ডাক' দিতে পারে যদি
বনের কোকিল ।
সেই -সুরে 'তাল' দিতে পারে,
বিশ্ব -নিখিল!
_____________________
দেখ্,
শ্রমিকেরা 'ঘাম' -দিতে পারে।
ঘাম দেয় 'ফল'!
'পরিশ্রম' আর 'ফল'- দিয়ে___
'সভ্যতা' সচল !
____________________
কেন বল্----
তুই কিছু পারবিনা দিতে---
এতই অক্ষম!
এতটা অলস হ'লে, চলে?
দুর্বল -অধম !
দেখ্ -----
নিজের পেট-ও 'খিদে' দেয়,
'অশ্রু' দেয় চোখ !
নিজের দু-পায়ে দাঁড়া- দিকি,
তোর হবে জয়!
তোর জয় হোক!!
।।সমাপ্ত।।
0 Comments