মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে উচ্চস্বরে বলি
আজও আমরা অকুতোভয়।
সভ্যতা মেতেছে ধ্বংস লীলায়
তবু আমরা করবো জয় ।
বিংশতি তুমি কী রুপে এসেছো
নয়নে জ্বলছে অগ্নি
দুহাতে নিয়েছো প্রলয় ডমরু
প্রশ্বাসে ফুঁসে নাগিনী |
ওই বাজে বুঝি রণ দুন্দুভি
বিশ্ব প্রলয় ডঙ্কা
শুরু হবে বুঝি বিশ্ব সমর
তাই মনে যাগে শঙ্কা।
উপাসনা গৃহে বন্ধ দুয়ার
বিজ্ঞান বসে ভাবছে
সাদা বেশধারী আল্লা জিসাস
রোগীদের পাশে জাগছে।
"করোণা" তুমি এরই জন্য এসেছিলে ?
এসেছিলে তুমি বেশ করে ছিলে
কিছু প্রাণ ও নিয়েছো,এবার তুমি যাও
তবে আমানুষকে মানুষ করার
ত্রাস টুকু রেখে যাও।
(সংক্ষিপ্ত)
0 Comments