-----------------
যা কিছু লিখতে যাই
ভেসে ওঠে বিশ্বজোড়া করোনাকালের ছবি
কথা ছিলো তোমার হাত দুটো ছাড়বো না
আমরা থাকবো অপ্রচলিত রাস্তায়
পথ আমাদের দেখাবে পথের দিশা
গৃহবন্দি হয়ে সুমন কবিরাজের
পাচন গিলছি আমরা
আমরা দেখেছি আমাদের মন্ত্রী মশাইরা
আমাদের আমলাগণ রাতদিন
যুদ্ধ যুদ্ধ খেলা খেলছেন
এদেরকে লিখবো না আমি
আমাদের কৃষক বন্ধু ফসল ফলায়
তারা অভুক্ত
শ্রমিক এনে দেয় আমাদের সুখ
তারা কর্মহীন
লিখবো না শুকনো পঙক্তি
বিজ্ঞানীদের জন্য লিখতে
গর্বে বুক ফুলে যায়
আমাদের বিজ্ঞানীরা রাতদিন এক করে
করোনার ওষুধ আবিষ্কারে মন দিয়েছেন
চোখ বন্ধ করে আমাদের বিজ্ঞানীদের জন্য
উৎসর্গ করলাম সামান্য কয়েকটি পঙক্তি
বলে রাখছি বিজ্ঞানের বিজয় কেতন উড়বে
তোমার সঙ্গে আমার দেখা হবে
0 Comments