(১)
'অভিশাপ' -মানে, অপমৃত্যু,
জীবনের পরাজয় !
অভিশাপে, দেখো, প্রিয়জনদের
হঠাৎ হারাতে হয় !
'অভিশাপ' মানে, শকুন্তলার,
'বিরহ'- তে ক্ষ'য়ে যাওয়া!
'অভিশাপ' মানে, দশরথের__
'মনের কষ্ট' পাওয়া!
অভিশাপে, দেখো, সগর- রাজার
ছেলেপুলে 'ছাই' পুড়ে!
এই অভিশাপ-ই তীর হয়ে গেছে
বেহুলার বুক- ফুঁড়ে'!
'অভিশাপ' যেন, রেগে' -ওঠা- সাপ
দাঁত- দিয়ে বিষ-ঢালা!
'হাঁ- করা- খাদ', 'পাখিধরা ফাঁদ',।
চিতার অগ্নি- জ্বালা!
(২)
'আশীর্বাদ' মানে, পুষ্প-বৃষ্টি,
শুধু জয় -আর -জয় !
'আশীর্বাদ' মানে দিব্য- আলোতে,
আ-জীবন নির্ভয়!
'আশীর্বাদ', যত 'মহাপুরুষের
পৃথিবীতে আগমন'!
'আশীর্বাদ' মানে, প্রিয়- নবীজির
'মীরাজে' পদার্পণ !
'আশীর্বাদ', মানে বেদ- বাইবেল_
কোরান এবং গীতা!
'আশীর্বাদ' মানে, স্বয়ং 'শ্রীরাম'
'গুহকের' ঘরে 'মিতা'!
সবাই দেখেছে, সতী- বেহুলা'র
নাচের আশীর্বাদ !
সবাই শুনেছে, ভগীরথের_
শাঁখের কী- ছিল সাধ!
জগৎ- জীবন -কর্ম- সাধনা,
আশীর্বাদের-ই ফল!
'আশীর্বাদ', ওই 'চন্দ্র- সূর্য
মানুষ -মাটি ও জল'!
।। সমাপ্ত।।
0 Comments