(১)
কে, তোমার সঙ্গী বাঁশি ?
বলো, তুমি কার ?
"গাড়ি- বাড়ি -ধন,
 নাই প্রয়োজন।
 নিরালায় বনে,
 রাখালিয়া -মনে,
 সুর -সেধে' দিন কাটে যার।
আমি ধরি, হাত- খানা তার।"
    (২)
 বলছো___                                   
"রূপে 'রম্ভা', আর__
 চরিত্রে 'সাবিত্রী',
 আমার ___
 এই -পাত্রী চাই।"
 তবে কেন 'মুখ্য' হলো__
 'ধন-লক্ষ্মীটা'ই ?
     (৩)
"স্বাগত, বসন্তে", লিখে',
'কুঞ্জ' যদি চিঠিখানা ছাড়ে।
 আমন্ত্রিত- কোকিল- কি
 প্রত্যাখ্যানকারী হতে পারে ?
        (৪)
'কথা' -দিয়ে না -রাখা__
 যাদের স্বভাব!
 'মানুষ -সংজ্ঞা'-তে তার 
পড়ে না প্রভাব।
      (৫)
'খাওয়া- শোওয়া-আর ঘুম',
 'তিনটি' যার কাজ ।
তাকে দেখে' কুত্তা'রা-ও
 ভারী পায় লাজ!
     (৬)                                     
"নিকম্মা'র ঘর নাই, 
দোর নাই",
এই ব'লে, ধরো যার খুঁত।
মনে রেখো, সেই- পাখি __
'বসন্তের দূত'!
      (৭)
 দুর্ভাগ্যের দিনে,
আত্মহত্যা -করা,
ভারী নিন্দনীয় !
দিক- ঠিক -রেখে'
হাল-খানা ধরা,
এ-ই প্রার্থনীয়।
     (৮)
'বন্ধুরা'- তো আকাশের 
অ-গণিত তারা !
আঁধারে ক'জন দেয়__
 সূর্য হয়ে সাড়া?
     ।।সমাপ্ত।।