(১)
'সাবান'- দিয়ে হাত -ধোও,
মুখে 'মাস্ক' পরো ।
'চিরশত্রু করোনা'- কে,
প্রতিহত করো!
(২)
ও- মাসি! ও- পিসি!
ওহে, শিষ্য- গুরু!
'করোনা- মোকাবিলা'র__
যুদ্ধ করো শুরু!
(৩
'হাঁচি' হ'লে, মুখ ঢাকো,
প্রকাশ্যে 'থুতু'ফেলবে না।
ব্যবধানে কথা বলো__
'করোনা'-ও 'থাবা' বসাবে না!
(৪)
'করোনা'- কে 'সাপ' যদি ভাবো,
তোমাকে-ও হ'তে হবে লাঠি!
ডাক্তারের পরামর্শ নিয়ে__
'মারণ- ব্যাধি'র ভাঙো 'ঘাঁটি'!
(৫)
আমরা__
'করোনা'-কে ভয় পেয়ে,
কেউ আতঙ্কিত নই।
জোট- বেঁধে শত্রুকে,
তাড়াবোই, তাড়াবোই!
(৬)
ঘর থেকে বাইরে,
বেরিয়ো- না ভাইরে!
'আইনে'-ও ফাঁসবে___
'করোনা'-ও হাসবে!
(৭)
'করোনা' ও 'মানুষে'র__
যুদ্ধে, নিশ্চিত---
'করোনা'র 'হার' হবে,
'মানুষে'র 'জিত'!
(৮)
সাথে আছে 'সরকার',
কাছে আছে 'ডাক্তার'!
'ডাক' আসে 'চেতনা'র__
ভয় নেই 'করোনা'র !
(৯)
'হাত' ধুই 'মাস্ক্' পরি,
মানছি 'দূরত্ব'___
'কোয়ারেন্টাইন'!
আমাদের সামনে __
আসছে 'সুদিন'!
(১০)
'লকডাউন', মেনে- চলা__
বোঝায় -না 'হার'!
এটা 'রণ-কৌশল'__
শত্রু-তাড়াবার!
(১১)
'কোভিড নাইন্টিন',
এক___
'মহা -শত্রু'র নাম!
এই, 'মানব সভ্যতা'র !
তাই __
'এই -শতাব্দী'র 'শ্রেষ্ঠ -পালা',
'করোনা-সংহার'!
।।সমাপ্ত।।
0 Comments