________________
দুষ্টুমি করি একটু- আধটু
তা-ব'লে নই-তো 'দুষ্ট'!
আমি, সকালে উঠেই দেবতা'কে ডাকি
'নাম -গানে' করি তুষ্ট!
___________________
মা -বাবা- দাদা- দিদি- কেও মানি,
গুরুজনদের ভক্ত।
লেখাপড়া করি, মনটাকে করি 
পাথরের মত শক্ত !
ছুটি হ'য়ে গেলে, ঘুড়ি হ'য়ে উড়ি
পাখিদের মতো মুক্ত !
ব্যাট -হাতে ক'রে ছক্কা-টা মেরে'
নিজে হই জয়-যুক্ত !
ঠাকুমা যখন অসুস্থ হ'ন
সেবা করি ভারি নিষ্ঠায়।
জল-ভরা-গ্লাস তুলে দিই হাতে
ঠাকুরদাদা'র তেষ্টায়।
দাদা ও দিদি'র আদেশ -পালনে 
এই -আমি ভারি বাধ্য।
ছোটদের আমি দেখাশোনা করি,  
যেটুকু আমার সাধ্য।
রাতের বেলায় বিছানাতে পাই
পাখির বাসার শান্তি!
ঘুমের আকাশ দেহ- মন ছুঁয়ে'
মুছে' দেয় যত ক্লান্তি! 
পুজোর ছুটিতে 'পরশ- কাঠি'তে
খুলে' যায় যত ঢাকনা!
চর্কি''র লেজে আগুন লাগিয়ে
মন -পাখি মেলে পাখনা!
_____________________
কখনও লুকিয়ে মেরে' দই- টুকু 
শরীর-টা করি পুষ্ট!
দুষ্টুমি করি একটু- আধটু---
তা -ব'লে -কি আমি দুষ্ট?
      ।।সমাপ্ত।।