তুলতুলে গালে,
টোল প'ড়ে যায় __
খিল্ -খিল্ ক'রে হাসলে!
ডাগর- ডাগর
নজরে তাকায় --
কেউ তাকে ভালোবাসলে।
__________________
ধবধবে মুখে 
চুমো খেতে চায়--
উঠোনের ওই যূথিকা।
কোল পেতে' রেখে,'
বাহুটি বাড়ায়---
ঘরের মাধবী-লতিকা।
ঘুম- ভাঙানিয়া
দোয়েল -পাপিয়া,
জল্ শা বসায় জানালায়।
সেই সুরে ওর 
ঠোঁট যেন নড়ে,
তাল রাখে দুটো রাঙ্গা পা'য়!
দুপুরেও আসে 
একদল পাখি,
একদল আসে সন্ধ্যায় ।
মধু -খাওয়া ভুলে'
মৌটুসী-টার---
খুকু -দর্শনে বেলা যায়!
__________________
'ছৌ' ডাকে মা,
বাবা বলে 'মৌ,
দাদু ডাকে 'বউ -কথা -কও'!
মাথা -ঘাড় তুলে',
রাজহাঁস বলে---
"বড়ো হ'য়ে 'রাজরানী' হও"!
___________________
দাঁড়ে 'চন্দনা', 
মানা শুনছে না__
শুধু বলে, "খুকু আমার-ই"!
ময়না ফুকারে__
"তোর একা,বা-রে!
এ-বাড়ির খুকু সবারই!"
টিকটিকি বলেঃ
টিক্-টিক্-টিক্,
ঠিক্- ঠিক্- ঠিক্ --বললি।
এ-খুকু আমার,
এ-খুকু তোমার---
জেনে গেছে সারা পল্লী!
      ।।সমাপ্ত।।
____________________