তবে এলে তুমি
অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে 
ক্ষয়ে ক্ষয়ে ছিন্নমস্তা হয়ে 
তবে এলে তুমি !

চিতাভস্মে জ্যান্ত চিতা
জ্বলছো একশো যুগ ধরে!
হাতে আধো চুম্বন মেশানো সংগ্রাম 
নিয়ে তবে এলে তুমি !

আজ আমার আতঙ্ক সবার
আজ আমার চিন্তাও সবার
বিশ্ব ছারখার করা ভাইরাসকে 
উপেক্ষা করে তবে এলে তুমি !

তোমার ত্রিনয়ণে আজ অশ্রুরেখা
তোমার বক্ষে আজ সিদ্ধ রক্ত !
লাল ঠোঁটে আবছা কথা 
নিয়ে তবে এলে তুমি !

তোলপাড় এই বিশ্বে
কেন তুমি একা ?
জিততে গিয়ে হারতে হারতে
আমার হৃদয়ে তবে এলে তুমি !

আজ আমিও হারিয়ে গিয়েছি
তোমার শরীর স্পর্শ করে দূরে সরেছি 
আরও দূরে সরে গিয়ে এই আগুনে 
আবার তবে এলে তুমি... !