(১) 
'কুৎসিত' ব'লে ব্যঙ্গ করো?
জানো___
তোমাদের 'বন্ধু' আমি,
'ঝাড়ুদার- পাখি'!
কোকিলের পোলা- কেও
'কোল'- দিয়ে থাকি!
       (২)
 'খোঁড়া'-কে 'রাজার পাঠ'?
যাঃ__
'যাত্রা' হলো মাটি!
কারণ, দু'পায়ে তার__
'গোদা কুল -আঁটি'!
      (৩)
'বেহাগে', 'বসন্ত -রাগে',
সেধে' বলে বাঁশিঃ
"জীবনে দুই-ই আছে ,
'কান্না' আর 'হাসি'!" 
       (৪)
'হৃদয়', কোন্- জাদুতে,
হৃদয়-কে টানে!
'চকোর' এবং 'চাঁদ'__
 দুজনেই জানে।
       (৫)
'বিজ্ঞানের দানে' সুখী,
এই মানব -সমাজ!
তবু ___
'হিরোশিমা'-'নাগাসাকি',
'দুটো' তার 'লাজ'!
       (৬)
'বাঁশ', কার-ও হাতে হয়__
'মারবার লাঠি'!
'বাঁশি'-হ'য়ে কারো হাতে,
সুর -তোলে 'খাটি' !
        (৭)
'মাটিটা-ই ঘাঁটি',
সারা -গায়ে ঘাম!
হে- সৈনিক, চাষী!
তোমাকে প্রণাম!
       (৮)
পাখিরা ফিরছে নীড়ে,
মাঝিরা ভিড়ছে তীরে।
তুলসীর মঞ্চে, বধূ__ 
জ্বালে দীপ-খান ।
শোনা যায় ___
আজান -আহ্বান!
ঘরে -ঘরে শঙ্খধ্বনি,
সুখে ভরে মন!
'শুভ-সন্ধ্যা', সত্যি যেন,
 'সবার বাহন'!
         ।।সমাপ্ত।।