কপালে ঠাম্মা 'জল- পটি' দিলো,
খুকি'র ছাড়লো জ্বর।
মাঝ-রাতে খুকু স্বপ্নে দেখছে__
এলো বৈশাখী- ঝড়!
কোত্থেকে এক মৌমাছি নিলো,
তার খাটে আশ্রয়।
ঝড়ের রাত্রে এই- সূত্রেই__
দুজনের পরিচয়।
খুকি_______
কোন ভয় নেই, মৌমাছি- সোনা!
এসেছো অতিথি হয়ে---
কোথা থাকো শুনি, তোমাদের কথা---
বলো দিকি নির্ভয়ে।
মৌমাছি _________
আমি থাকি ওই বনের পাশের--
নদীর ধারের গাছে।
ওইখানে এক অর্জুন-ডালে
আমাদের চাক আছে!
আছে আমাদের, সুজন- বন্ধু,
ছেলে-পুলে মহারানী!
ওদের জন্য দিন-রাত খেটে'
মধু ও পরাগ আনি।
পূর্ণিমা- রাতে এই বিছানাতে,
যখন ঘুমাও সুখে!
আমরা তখন মধুবনে যাই---
কত বাধা ঠেলে' বুকে
আমাদের রানী নির্দেশ দেনঃ
"যতদিন বাঁচো, খাটো।
জীবনের মহা-যুদ্ধক্ষেত্রে,
সৈনিক- বেশে হাঁটো!"
খুকি__________
তোমার নিজের সমাজের কথা--
কিছু বলো যদি, শুনি।
মৌমাছি________
আমার সমাজ? শান্তিতে ভরা---
নেই কোনো খুনোখুনি।
আমাদের আছে শৃঙ্খলা- গুণ,
মিলে-মিশে সব থাকি।
জাত-পাত নেই, দলাদলি নেই,
কারো কাজে নেই ফাঁকি!
কেউ সৈনিক-আয়া-ঝাড়ুদার,
কেউ-বা শ্রমিক -মাছি।
'বর্ষাকালের সঞ্চয়' হ'লে
তাতা থৈথৈ নাচি!
খুকি___________
তোমাদের মৌমাছি -পরিবারে--
দুঃখ-কষ্ট নেই?
মৌমাছি_________
দুঃখ যা- কিছু ,বাইরের কিছু--
দুষ্টের কারণেই।
মথ- গিরগিটি- টিকটিকি আর
পিঁপড়ে জ্বালায় ভারি।
ফিঙে- পাখি এসে, গিলে- গিলে খায়,
মানুষ-ও অত্যাচারী !
মধু জমলেই আগুনে- ধোঁয়াতে
ক'রে দেয় ঘর- ছাড়া!
রানীর হুকুমে আমরা পালাই,
কেঁদে মরে বাচ্চারা!
অথচ আমরা এই- জগতের
কারো ক্ষতি করি নাই।
ফুলের পরাগ- সংযোগ ক'রে
ফসল -বিলোতে চাই!
খুকি ____________
আহা, মৌমাছি! যে- কথা শোনালে,
ভারী -যে কষ্ট পাই!
বিশ্বাস করো, মাথা- ছুঁয়ে বলি,
সেই -দলে আমি নাই!
আমি তোমাদের খুব ভালোবাসি
আমাদের গাছে থাকো।
কথা দাও তুমি, এখানে থাকবে!
'দিদি'- নাম ধ'রে ডাকো!
মৌমাছি _________
মন ভ'রে গেলো, কথা শুনে' দিদি!
তুমি -যে দারুন ভালো!
পড়া-শুনো ক'রে, খুব বড় হবে---
জ্বালাবে জ্ঞানের আলো!
_____________________
আমাদের রানী, মানুষের কথা,
বলেছেন কতোবারঃ
"ভালো-ও -খারাপ দু'রকম নিয়ে
মানুষের সংসার ।
খারাপ -মানুষ আঁধারেই থাকে
ভালোরা আলো-কে চায়।
ভালো -খারাপের দ্বন্দ্ব লাগলে
জয়ী হ'ন ভালোরা-ই"!
খুকি_________
কারা- কারা ভালো, বলো সোনামণি!
কয়েক-জনের নাম?
মৌমাছি_________
বুদ্ধ -নানক- নিমাই -মহা--
নবীকে করি প্রনাম!
বিবেকানন্দ -মাদার টেরিজা--
মহম্মদ মহসিন !
স্মরণীয় আর বরণীয় হ'য়ে,
বাঁচবেন চিরদিন !
___________________
যাবার সময় হয়ে গেল দিদি!
এই শুধু ব'লে যাই----
তোমাকে আমরা আগামী- দিনের
আলো -রূপে পেতে' চাই!
।।প্রণাম।।
0 Comments