প্রিয়া!
তুমি   নিজের হাতে যে -ঘর -টাকে
সাজিয়ে ছিলে ।
যার  তুলসী -তলায় সাঁঝের দীপ
জ্বালিয়ে ছিলে।
তার   দুয়োর খুলে' আমায় ফেলে'__
তুমি গেলে স'রে---
সব খালি ক'রে!
যদি   আসতে ফিরে দেখতে পেতে
এ-ঘরের ছাদ ভেঙে পড়ে।। 
_____________________
আমার  ঘুম -ভাঙিয়ে, মন রাঙিয়ে
আমার হাতে বেঁধে দিতে রাখী।
তুমি  গান শোনালে মনে হতো 
এলো এক কাক- ভোরের পাখি।
এখন   তানপুরাটার তারগুলোতে
গেছে জং ধ'রে ।
(যদি  আসতে ফিরে দেখতে পেতে
এ -ঘরের ছাদ ভেঙে পড়ে।।)
______________________
তোমার  পায়ের ছোঁয়া জানতো জাদু
চ'ললে হতো আল্পনা ।
তোমার  চোখের তারায় ফুলের হাসি
শুকিয়ে যাওয়া জানতো না ।
----------------------------------
ওরা  কেউ বেঁচে নেই তোমার প্রিয়
মাধবী আর মালতীর লতা।
তাই   গুনগুনিয়ে কোনো ভ্রমর 
কানে -কানে আর বলেনা কথা।
শুধু   ফাঁকা উঠোন আমার মতই
কেঁদে -কেঁদে মরে।
(যদি   আসতে ফিরে দেখতে পেতে 
এ-ঘরের ছাদ ভেঙে পড়ে।।
           ।। সমাপ্ত।।