বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র ৯৮৭ টি
আর বিপক্ষে সই ছিল ৩৬৭৬৩ টি ।
বাকিটা ইতিহাস।
(২)
গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, "আমি আবার বলছি--- সূর্য স্থির, পৃথিবী, সূর্যের চারপাশে ঘোরে। আমাকে শাস্তি দিয়েও, সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ আপনারা বন্ধ করতে পারবেন না--- পৃথিবী আগের মতোই, ঘুরবে" সেদিন ওনার উপর সবাই হেসেছিলো, বিচার সভায় গ্যালিলিও-র শাস্তি হয়েছিল।
বাকিটা ইতিহাস ।
(৩)
সতীদাহ প্রথার মতো জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন সেদিন সমাজের সংখ্যাগরিষ্ট মানুষ ওনার উপর হেসেছিলেন।
বাকিটা ইতিহাস।
(৪)
সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের পথের পাঁচালী-র সংক্ষিপ্ত সংস্করণ আম আঁটির ভেঁপু-র জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল তিনি যদি কোনোদিন সিনেমা করেন তবে এটাই হবে তাঁর প্রথম সিনেমা। সিনেমার শুটিং যখন শুরু হয় শুধু প্রযোজকরাই নয় তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তাঁর উপর হেসেছিলেন, অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিলেন।
বাকিটা ইতিহাস।
(৫)
আজ যখন আমরা বলি লড়াইটা আমাদের জাত নিয়ে নয় ভাত নিয়ে, বাবরি নিয়ে নয় চাকরি নিয়ে, অস্ত্র নিয়ে নয় বস্ত্র নিয়ে,দীক্ষা নিয়ে নয় শিক্ষা নিয়ে, শ্মশান বা কবরস্থান নিয়ে নয় বাসস্থান নিয়ে ওরা হাসে আমাদের উপর।
আমরা যখন বলি লড়াইটা উগ্র দেশপ্রেম আর মানুষে মানুষে বিভেদ নিয়ে নয় লড়াইটা খাদ্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য নিয়ে। লড়াইটা রোজ সন্ধ্যার ওই টিভি স্টুডিওর টিকি আর দাড়ির জন্য নয় লড়াইটা স্বাধীনতা,গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওরা হাসে আমাদের উপর।
আমরা যখন বলি নারীর পিরিয়ড হওয়া মানে তার শরীর অপবিত্র ঘোষণা করে দিয়ে বিভিন্ন জায়গাতে তার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া নয় তখনও ওরা হাসে আমাদের উপর।
ওদের হাসতে দিন। শুধু একটাই কথা মনে রেখে দিন হাজার-'টা লোক যদি একটা পুকুর কে সমুদ্র বলে রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না।
আজ থেকে অনেকগুলো বছর পর কারখানার খেটে খাওয়া ওই শ্রমিকগুলো অথবা স্কুল কলেজে পড়া ওই ছেলে মেয়েগুলো মাঠের ধারে ওই বেঞ্চটা তে বসে যখন গল্প করবে ওরা বলবে,
"জানিস আজ থেকে অনেকগুলো বছর আগে সবাই যখন ধর্মের নেশা তে মানুষ কে মাতিয়ে রেখেছিলো আমাদের মত খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য ওই ওরা ঠিক আওয়াজ তুলেছিল।"
পৃথিবীর সব যুদ্ধ জেতা যায়না, কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয় এটা বোঝানোর জন্য কেউ তো একজন ছিল, কেউ তো একজন শুরু করেছিল, কেউ তো একজন শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিলো,
0 Comments