আজও বেঁচে আছি, ভাঙা গড়ার ভিতরে
কান পেতে রই, না ভাঙার সবুজ আদলে,
তুমি নির্মাতা, রহমতের বৃষ্টির জলে ধুয়েছ
জয়ের জটিল পতাকার আঁচলে শুভ্র ভালে।

আলেয়ার আলো মুছে গেছে  কবে থেকে
ক্লান্ত হৃদয়ের রঙ মুছে তোমার রঙ মেখেছি,
জীবনে দুঃখ ছিল তাওবার পেয়ালায় ভরে
নোঙর করে বন্দরের সীমান্ত ঘেঁষে রেখেছি।

উঠোনে সবুজ আলপনা ঘিরে বিচরেছি সুখে
দুহাতে মেখেছি তোমারি প্রজ্ঞার মধুময় ত্রাণ,
তুচ্ছ গ্লানির অভিমান ঝেড়ে জয়ের টিকা নিয়ে
চলেছি সুদূর স্বপ্নমাখা অসীমে, করো পরিত্রাণ।

এই চিত্তলোকে কখনো উড়ে যাই ভেসে ভেসে
নীল ডানায় ভর করে পুণ্যতার নীল আকাশে,
নীলের স্বচ্ছ বুকে ডুবে, জেগে উঠি অবশেষে
মিলেমিশে লীন হয়ে রাত্রি শেষে প্রভাত আসে।