সৈয়দ আনোয়ার 


নাজিমুল স্যার!
এত তাড়াতাড়ি যাওয়ার কথা
ছিল না- তো আপনার।
কী- সুন্দর ইয়াবড়ো দাড়ি,
লাল -ঠোঁটে হাসি ভুলতে- কি পারি?মোবাইল- কর্ড দুই -কানে গোঁজা,
'ওয়াজে'র মানে মন দিয়ে খোঁজা---
Lesson plan -এর কাজ সেরে-সুরে
খাতা চেক -করা সারা রাত জুড়ে;
ডাইনিং- হলে চামচটি হাতে 
ধীরে -ধীরে খাওয়া আমাদের সাথে
মনে পড়ে, স্যার! মনে পড়ে বারবার:
ফজর-প্রহরে সে-আজান আপনার।
এত তাড়াতাড়ি যাবেন আপনি--
তলিয়ে ভাবেনি মন।
হাসতে- হাসতে কীভাবে গেলেন
ছেড়ে এত প্রিয় জন ?
কতো আশা ছিল ,সাক্ষাৎ হবে 
আবার মিশনে দুজনার ।
হ'লো-না, না -হোক  ; হোক আপনার
জান্নাতে চির অধিকার।
‌     ।।সমাপ্ত।।