সত্য কথা বলতে পারে
এমন     একটা মানুষ কই ?
শাসক- মালিক -দালাল -নেতা 
সবার সামনে দৃঢ়- চেতা----
যে -প্রতিবাদ দরকার ,
তা' করবে অবশ্যই।
যে -কথাটা বলবার তা'  
ব'লবে সে নিশ্চয়ই !

নেতা ------
অভিনেতার মতো 
জলে ভাসায় চোখ !
তুমি -আমি সবাই আজকে 
মুখোশ -পরা লোক!
এমন মানুষ আছে হাজার 
মনুষ্যত্ব মেলে না যার ।
নীতি তাদের কারচুপি আর 
প্রীতি দাসত্ব-ই ।।

সবার     স্বার্থ নিয়ে হানাহানি 
চলছে দড়ি টানাটানি।
পাতে টানছে ঝোল ।
দেশের দরদ নেই-তো বুকে
তবু মিছে তালটি ঠুকে 
ঢাকে তুলছে বোল ।

থাকিস যদি একজনও কেউ 
দায়িত্ব তুই নে।
মুখোশ -পরা মানুষ গুলোর 
মুখোশ ছিঁড়ে দে !
‌দেখিয়ে দে, কার কত ভুল 
কে বেঁধালো কার বুকে হুল ,
কে ভেঙেছে ঘর , দিয়েছে 
কার ফসলে মই!!
(আজ   সত্য কথা বলতে পারে 
এমন    একটা মানুষ কই??