বন্ধ কপাট খুলে' সবাই মিলে
আয়রে বুকে ফোটাই ফুল।
একটা টাটকা ফুল!
একটা মিষ্টি ফুল!
ও ফুল --------
পাপড়ি মেলে' আতর ঢেলে'
ভাঙ্গুক 'তোমার -আমার' ভুল ----
একটা টাটকা ফুল
একটা মিষ্টি ফুল!!
পৃথিবী যায় যে পিষে
কুটিল বিষে ,অবিশ্বাসে।
দু-পেয়ে মানুষ দেখি
মনুষ্যত্ব কই কোথা সে ?
নাইরে সরল হাসি, বুকের বাঁশি;
তাই শুকিয়ে যায় মুকুল ।
একটা টাটকা ফুল !
ফোটারে মিষ্টি ফুল!!
মাটি যে কেবল মাটি,
মা- মাটি আর মানুষ হারা।
আকাশে মেঘের ঘটা
বাতাস কেবল বারুদ- ভরা!
কোথারে কোথায় আলো, কোথায় গেল
প্রশ্ন ক'রে হই আকুল।
একটা টাটকা ফুল !
ফোটারে মিষ্টি ফুল !!
এখনো আছে সময়, করিস না ভয়
আয় বেরিয়ে ।
এড়িয়ে চোরাবালি, অন্ধগলি
আয় পেরিয়ে !
মন -কে কসাইখানা, করিস না -না
ফোটাস না আর কাউকে হুল।
একটা টাটকা ফুল !
ফোটারে মিষ্টি ফুল!!
।।সমাপ্ত।।
0 Comments