।।গানের কথা।।
এই মাটির মানুষদের কান্না--
পাহাড় করলো জ'মে ইথারে।
ঠাঁই- তো দিলেনা, হে বন্ধু!
তোমাদের প্রাসাদের মিনারে।।
তোমার দোতলা-টার ছায়াতেই।
থাকে, যার পরণে কিছুই নেই।
মেগে' দিন কাটে বাটি- থালাতেই---
এক-মুঠো দিলেনা-তো দুয়ারে !!
অথচ চারচাকা ছুটিয়ে---
দুবেলা খাচ্ছো হাওয়া আয়াশে !
সভ্য -জনতার সভাতে---
কতো বক্তৃতা ঝাড়ো ডায়াসে!!
যে -নারীর লুণ্ঠিত সম্মান!
চিৎকারে চারদিক খান -খান!
করেছো - কি প্রতিকার সন্ধান!
সাক্ষী থাকলে না-তো বিচারে!!
।। সমাপ্ত।।
0 Comments