স্বপ্ন দেখি একঝলক ঈমানী চেতনার মানবীর
সুদূর অসীম অপার এক সকালের সম্ভাবনায়,
বিছানার নীচে দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকার শব্দে
জনহীন সৈকতে একচিলতে আলোর আশায়।
বিশ্বাসের ছায়ায় বিনিদ্র রজনী খেয়া বয়ে যায়
স্টেশনের কাউন্টারে পেমেন্ট দিয়ে অপেক্ষায়,
কেউ জানবে না কখনো ট্রেনের অগ্রিম খবর
পাসপোর্টের ডায়েরি সেদিন জানাবে বিদায়।
অনুপ্রবেশকারীর তকমা নিয়ে কোন লাভ নাই
আরশের নীচে ছায়ার আশায় হও আগুয়ান,
অতর্কিতে ট্রেন এসে যেন মিথ্যা স্বপ্ন ভাঙেনা
সত্যের জাল ছিড়ে বর্ডার পেরিয়োনা জোয়ান!
0 Comments