তোমার সৌন্দর্যের রঙ মেখেছে বিশ্বভুবণে
স্মিত হাসির রশ্মিছটায় জমে ওঠা বিশ্বাসে,
গভীর পুলক জাগে ভুবন মোহিনী কিরণে,
ক্ষণে ক্ষণে উথলিয়ে ওঠে গতির উচ্ছ্বাসে।

সারা মাখলুক তোমারে ঘিরে রহে অনুক্ষণ
পাওয়া না পাওয়ার ক্ষণে বিলিয়েছ রূপাভাস,
পূর্ণ করিবারে পূণ্যমালার এই কোমল পরশমন,
দীনহীন হৃদয়ের গভীরে জানি হবনাকো নিরাশ।

বেলা শেষে বসে ভাবি শূন্য প্রাণে বিজন ভবনে
কোথা হতে কোথা যাব, পেয়েছি তোমার জ্যোতি,
সদ্য প্রাণবন্ত করেছি  কুসুমকলির হৃদয় আসনে,
প্রেমের প্রদীপ জ্বেলে রেখেছি তাঁরে করি আরতি।