(৫)
মউত যদি হয় আমাদের ঠিকানা তবে সেই মউত যেন হয় শাহাদাতের মউত। চাটুকাররা নিপাত যাক। ঈমানী শক্তি প্রবল হয়ে উঠুক। বদরের সুন্নত হোক আমাদের হৃদয়ের বিস্ফোরক মন্ত্র। তকবীর ধ্বনিতে ভস্মীভূত হোক ওদের ডিনামাইট। পরাজয়ের ক্রন্দনধ্বনি দূর হোক চোরাবালির কিনারায়। ঘরে ঘরে ঈমানী শক্তির নব নব বীজ বপন হোক। তারই সৌরভে আচ্ছন্ন হোক কপট চাটুকার ব্যর্থ ভন্ড আমীরেরা। চোখে ঠুলি দিয়ে গাদ্দারী করে চলেছে! ওদের প্রাণের স্পন্দন বহেনা। ওরা হায়না! ঝলসানো ইসলামী সালতানাতের দলনের যুবরাজ ওরা!
সিরিয়া, ফিলিস্তিন, মায়ানমার,গাজা, চেচনিয়া, বসনিয়া,অসম, কাশ্মীরি উম্মাহর জন্য প্রাণ কাঁদে না। ধর্ষণ, খুন, নির্যাতনের সব রকমেরপাশবিকতার শিকার ভালো মানুষের জীবনের মায়াজাল।
হায়! মুসলিম উম্মাহর এই অবনতি! যে ইসলাম বিশ্বের বুকে আলোর বন্যা বয়ে এনেছিল, সেই ইসলামের ইতিহাস কোথায়? ওরে! চোখের ঠুলি খুলে ফেল। গাদ্দারী ছেড়ে সত্যের দিশা খুঁজতে মানবতার মুক্তির দাবিতে খোলা আকাশের নিচে নেমে আয়। ইতিহাসের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা তাঁরা কোথায়?
ওরা মাকড়সার জাল বুনে চলেছে। ওদের মুক্ত প্রাণের স্পন্দন একদিন থেমে যাবে।
বুদ্ধি ও মস্তিষ্ক নির্ভর চেতনার ধ্বংস নেমে আসবে অনিবার্যরূপে। পক্ষান্তরে আত্মিক ও আধ্যাত্মিক চেতনার জয় নিশ্চিত ইনশাআল্লাহ।
হৃদয়কে সিক্ত করো স্বচ্ছ কাঁচের মত। ঈমানের দৃঢ় বিশ্বাস রেখে ইলম, আমল, শুকুরের প্রাণে শত শত ক্ষত চিহ্ন নিয়ে ধৈর্য্যর বাধ বেধে এগিয়ে চলো।
চোখের পাতায় এঁকেছি ঈমানের আলপনা, সালেহীনদের হাতে হাত রেখে, অজানা গন্তব্যের পথে সত্যের দিশা খুঁজে, ধৈর্য্যৈর কাল্পনিক নিসর্গের ছবিতে হেঁটে চলেছি।
চলো , এগিয়ে চলো, এযুগের ঘোড় সওয়ার! চলো সম্মুখ পানে.......!
0 Comments