***বিবস্ত্র আর বিপন্ন আজ সমাজ,সভ্যতা*
*কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এ সভ্যতা?*
*চারিদিকে সভ্যতার নামে চলছে অবাধ নগ্নতা,*
*সবার মাঝে থেকে দেখাই শুধু মেকি পরিপুর্ণতা*
*অথচ মনের মাঝে বিরাজ করে ঠিকই শুন্যতা ৷*
*থমকে যাই দেখে আজ সভ্যতার নামে অসভ্যতা*
*এটা বিজ্ঞানের অগ্রযাত্রা নাকি ব্যার্থতা বুঝিনা তা?*
*ভার্চুয়াল জগতে আজ মুঠোফোনে বন্দী আত্মীয়তা*
*আত্মার টানে নেই আজ বন্ধুত্ব কিম্বা আত্মীয়তা*
*সম্পর্ক আজ আছে যা সে শুধুই সামাজিকতা ৷*
*চারদিকে দেখি আজ লোক দেখানো মানবিকতা*
*মন নেই মনুষ্যত্বও নেই অথচ দিব্বি আছে বক্তৃতা ,*
*এই কি আমার সভ্য সমাজ,এই কি আমার সভ্যতা?*



*মানুষ আজ যে সভ্যতার বড়াই করছে, সত্যি কি এটা* *সভ্যতা? না, এটা আত্মাহীন, বিবেকহীন, মনুষ্যত্বহীন* *যান্ত্রিক প্রগতি মাত্র। যে প্রগতি মানুষকে যত* *যান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ততো তাকে মানুষ* *হিসাবে টেনে হেঁচড়ে নিচে নামাচ্ছে- তাকে কিছুতেই* *আর যাই হোক সভ্যতা বলে আখ্যা দেয়া যায় না।*
*এই পৃথিবীর মানুষ নিষ্ফল অহংকারে বুক ফুলিয়ে* *ভাবছে যে সে আজ সভ্যতার চূড়ায় দাঁড়িয়ে আছে।* *সে ভাবছে তার লক্ষ লক্ষ বছরের অস্তিত্বের মধ্যে* *আজকের মতো সার্বিক সফলতা তার আর কখনো *হয়নি। তার পেছনের লক্ষ বছরের অতীতের দিকে সে* *কৃপা আর অনুকম্পার দৃষ্টি দিয়ে চেয়ে দেখছে। বাইরে* *যত সফলতার অহংকার থাকুক মনের গভীরে মানুষ* *আজ দেউলিয়া, দিশেহারা, হতাশাগ্রস্ত, আতংকগ্রস্ত।* *যে কোনো দিনের সংবাদ পত্র খুলুন, টেলিভিশন* *দেখুন-দেখবেন পৃথিবীময় অশান্তি, ক্রোধ, রক্তারক্তি* *অন্যায়, অবিচার আর হাহাকারের বর্ণনা।* *রাষ্ট্রগতভাবে যুদ্ধ, দলগতভাবে হানাহানি,* *ব্যক্তিগতভাবে সংঘাত আর রক্তারক্তির হৃদয়বিদারী* *বর্ণনা। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে, বিশেষ করে যে সব* *দেশ এই যান্ত্রিক সভ্যতাকে গ্রহণ করেছে, সে* *গুলোতে প্রতি বছর খুন, যখম, ডাকাতি, ধর্ষণ,* *বোমাবাজি আর অপহরণের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে* *চলেছে। এমন কি বেগুনাহ, নিষ্পাপ শিশুরা* *পর্যন্ত এই মানুষরূপী শয়তানের হাত থেকে রেহাই* *পাচ্ছে না। এক দিক দিয়ে মানুষ যেমন বিজ্ঞানের* *শিখরে গিয়ে উঠছে অন্য দিকে ঠিক তেমনিভাবে সে* *সব রকমের অন্যায়ের চূড়ান্তে গিয়ে পৌঁছেছে।* *মানুষের আত্মা আজ ত্রাহী ত্রাহী সুরে চিৎকার করছে* *আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও- কিন্তু কেন? কেন* *মানুষের জ্ঞান আর বিজ্ঞানের প্রগতি মনুষ্যত্বের* *উন্নতির পরিবর্তে তাকে অবনতির গভীর অতলে নিয়ে যাচ্ছে? এর শেষ কোথায়?