।। গানের কথা ।।
ভরত- মুনির ধাম --
ভারত - বর্ষ নাম!
এই মুনি-ঋষিদের দেশে--
মানুষ খুন হতে দেবো- না!
মানুষ অবতার
এ-দেশে বারবার ।
এই পুণ্য- ভূমির মাটি--
রক্তে লাল হতে দেবো-না।।
এ-দেশ এমন দেশ--
জীবকে শিব ব'লে মানে।
এখানে স্বর্গ তাই --
পুষ্পবৃষ্টি দিতে জানে!
বুকে প্রভু নিমাই--
চন্ডাল -কে দেন ঠাঁই।
এই নিমাই- প্রভুর দেশে--
শান্তি কেড়ে নিতে দেবোনা।
এই প্রেমের স্বর্গ -টাকে --
অসুরের হাতে ছেড়ে দেবো না।।
নিজের সিংহাসন --
সোনার মুকুট ত্যাগ ক'রে!
শাক্য- মুনি দিলেন --
পায়ের ধুলো ঘরে -ঘরে।
'যতো- মত, ততো পথ' ।
এ-দেশেরই শপথ !
এই গুরু- নানকের দেশে
জাতের লড়াই হতে দেবো না।
এই পীর-ফকিরের দেশে --
দাঙ্গা লাগিয়ে দিতে দেবো না !!
।।সমাপ্ত।।
0 Comments