।।

          ।।গানের কথা।।

মনে রেখো! মনে রেখো!
তোমাদের কাছ থেকে চললাম !
সূর্য - ডোবার রঙে --
নিজেকে রাঙিয়ে নিয়ে বললাম।।

তোমাদের ভালোবেসে ,
গেয়েছি যে -গান ।
একটু মনের জমি 
কোরো তাকে দান।
স্বরলিপি হ'য়ে আমি---
জানবো ম'রেও বেঁচে থাকলাম ।।

দামী-গাড়ি , পাকা - ঘর 
কিছু নয় খাঁটি ।
যাঁরা চ'লে গিয়েছেন--
বুঝেছেন---
সব-কিছু মাটি!!

তোমাদের ভালোবাসা 
সব থেকে দামী। 
সেটি- যে সোনার কাঠি--
তাও জানি আমি !
ভালো থেকো ! সুখে থেকো !
এই আশীর্বাদ করলাম ।।
             ।।সমাপ্ত।।