।।গানের কথা।।
পাখি ---
ফুল -ফোটাতে গেলো
মহুয়ার বনে ।
আজকের দিনে ওকে
মেরো- না তীর ।
ওকে ---
পারো যদি ভালোবাসো!
নিংড়ে নিওনা রুধির !
কেড়োনা প্রাণ পাখির !!
ফুলের জলসা আজ
বসবে চাঁদের রাতে।
আর --
গানের আসর হবে ,
গাছের পাতার ছাতে।
শ্রোতা --
ফুল -মৌমাছি আর
ভ্রমরের হবে ভিড়।
(ওকে ---
পারো যদি ভালোবাসো !
নিংড়ে নিও না রুধির!
কেড়ো-না প্রাণ পাখির!!)
আজ একদিন শুধু
অস্ত্রের খাপ ভোলো!
এই ---
একদিন তুমি আজ
মধুর পেয়ালা তোলো!
শুধু ---
ভাবো ফুল-বনে এলে,
তুমি এক মুসাফির ।
(ওকে --
পারো যদি ভালোবাসো !
নিংড়ে নিও না রুধির !
কেড়োনা প্রাণ পাখির !!)
।।সমাপ্ত।।
0 Comments