।।গানের কথা।।
ঘর- ভোলা পাখি-কে
সবাই বুঝিয়ে বলো:
যা- যা ---
ঘরে ফিরে যা-রে !
অভিমানে পিয়া তোর
কেঁদে ভাসে নীড়ে!!
সাথীকে সাথে না- নিয়ে
কী- ভুল -না করেছিস!
পরকীয়া -প্রেমে তাই---
কার জালে পড়েছিস !
এখন-ই বেরিয়ে আয় ,
ওই ফাঁদ ছিঁড়ে !
(যা -যা ---
ঘরে ফিরে যারে ।
অভিমানে পিয়া তোর
কেঁদে ভাসে নীড়ে !!)
সাঁঝের লগ্ন তোকে
কতো ডেকে' গেলো।
উড়াল দিলি -না তাও---
রাত তাই পথ ঢেকে' দিলো।।
তবুও দরদী চাঁদ
পথে আলো দিলো জ্বেলে ।
সব ভুল ভেঙে দিয়ে---
দে-রে ডানা মেলে' !
আগুনে ঢালবি জল
চল জলদি রে !
(যা -যা ---
ঘরে ফিরে যা-রে !
অভিমানে পিয়া তোর
কেঁদে ভাসে নীড়ে !!)
।।সমাপ্ত।।
0 Comments