বিদ‍্যাসাগর চেতনা প্রসারে আপনার উদ্যোগের জন‍্য আপনি সর্বজনের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। দক্ষিণ এশিয়ার জাতি গঠনের রূপকার নিয়ে  কল্পকথা গল্পগাথা বেশী। শিক্ষা স্বাস্থ্য সুস্থ সংস্কৃতি ও জীবিকার  জন‍্য তাঁর সর্বজনের আত্মশক্তি জাগানোর তীব্র  সুকঠিন সংগ্রাম, অর্থনৈতিক উন্নতি দেশের প্রগতির সঙ্গে সম্পৃক্ত করা মানবাধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গণ‍্য করা বিশদ আলোচনা প্রয়োজন। বড়ো  বিষ্ময় জাগে তিনি নিজে দেব দেবী মানতেন না কিন্তু অন‍্য কেউ পূজায়  শান্তির সন্ধান করলে তিনি পূর্ণ সহ যোগিতা করতেন। নিজের মত জোর করে অন‍্যের উপর কখনো চাপিয়ে দিতেন না। বিদ‍্যাসাগর পথের সঙ্গে  পরিচয় হলে মানবসমাজ রক্ষা পাবে। গতকাল আমার মোবাইল সাময়িক বিকল হতে অনুষ্ঠানের হানি হবার জন‍্য আমি সর্বজনের কাছে ক্ষমা প্রার্থী। শ্রদ্ধা