তোমরা বিভেদের  বীজ বপন করো।
আমরা ঐক্যের পাঁচিল গড়বো। 
তোমরা হিংসা বিদ্বেষ ছড়াও
আমরা সাম্য শান্তি গড়বো।
তোমারা অসত্য মিথ্যা রটাও
আমরা সত্য দিয়ে তার মোকাবিলা করব।
তোমরা অশ্লীলতা প্রসার করো।
আমরা শালিনতা দিয়ে তা ঠেকাবো।
তোমরা  যতই ফ্যাসিবাদি চালাও 
আমরা মানবতা দিয়ে তা রুখবো।