মুহাম্মদ আলি
আধুনিকতা মানে যদি উলঙ্গপনা হয়?
তাহলে সেই আধুনিকতাকে আমি ঘৃনা করি।
আধুনিকতা মানে যদি শালিনতা বিরোধী হয়?
তাহলে সেই আধুনিকতাকে আমি ঘৃনা করি।
আধুনিকতা মানে যদি মনুষ্যত্ব বিহিন হয়? তাহলে সেই আধুনিকতাকে আমি ঘৃনা করি।
আধুনিকতা মানে যদি সাম্রাজ্য বিস্তারের নামে বোমা বিস্ফোরণ হয়?
তাহলে সেই আধুনিকতা কে আমি ঘৃণা করি।
আধুনিকতা মানে যদি স্বর্থপরতা হয়?
তাহলে সেই আধুনিকতা কে আমি ঘৃণা করি।
আধুনিকতা মানে যদি গরিবের সম্পদ ধনির পকেটে হয়?
তাহলে সেই আধুনিকতা কে আমি ঘৃণা করি।
আধুনিকতা মানে যদি পরিবেশের বাস্তুতন্ত্র ধ্বংস হয়?
তাহলে সেই আধুনিকতা কে আমি ঘৃণা করি।
আধুনিকতা মানে যদি নৈতিকতা বিসর্জন হয়?
তাহলে সেই আধুনিকতা কে আমি ঘৃণা করি।
আধুনিকতা মানে যদি স্বৈরাচারি রাষ্ট্র গঠন হয়?
তাহলে সেই আধুনিকতা কে আমি ঘৃণা করি।
0 Comments